অনলাইন ডেস্ক : চোরাচালানের করিডোর হয়েছে অসম মনিপুর সীমান্তের জিরিঘাট জিরিবাম।মায়ানমার থেকে মনিপুর জিরিবাম হয়ে জিরিঘাট এলাকায় প্রবেশ করে বিভিন্ন ধরনের ড্রাগস, গাজা,ট্যাবলেট,বার্মিজ সুপারি ইত্যাদি। আজ বুধবার আবারও জিরিঘাট পুলিশের হাতে ধরা পড়ল ৪০ বস্তা বার্মিজ সুপারি সহ একটি লরি । জিরিঘাট পুলিশের নিয়মিত নাকা চেকিংয়ের সময় মনিপুর থেকে শিলচর অভিমুখে আসা এন এল ০১ এ বি ৭৬৯৭ নাম্বারের লরিতে তল্লাশি চালিয়ে ৪০ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় । সঙ্গে সঙ্গে বার্মিজ সুপারি সহ লরি চালক কে গ্রেপ্তার করে জিরিঘাট থানায় নিয়ে আসে পুলিশ । লরি চালকের নাম সিরাজ উদ্দিন ,বাড়ি কালাইনে। দীর্ঘদিন ধরে শিলচর ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়ক টি চোরাইকারবারীদের করিডোর হয়ে উঠেছে।