অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় রেমাল রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বরাক পরিস্থিতি একই। বরাকসহ বেশ কয়েকটি নদীতে জলও বাড়ছে। মঙ্গলবার কাছাড়ের গোঁসাইপুর এলাকার এক প্রবীণ ব্যক্তি মাজ্জামিল আলি লস্কর জল দেখতে গিয়ে তলিয়ে গেলেন। তিনি তাঁর বাড়ির কাছে সকালে মধুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। তাঁর ছেলে তাঁকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করা সত্ত্বেও মাজ্জামিল আলি লস্কর প্রবল স্রোতে ভেসে যান।
স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কে দ্রুত অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এনডিআরএফ দল সক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালিয়ে যাচ্ছ। যদিও প্রবল স্রোতে তল্লাশি এক চ্যালেঞ্জিং করে তুলছে।