অনলাইন ডেস্ক : ডাকাতির ঘটনা ঘটল লক্ষীপুরের জয়পুর এলাকায়। বৃহস্পতিবার রাতে ফুলেরতলের গ্যাস এজেন্সির কর্ণধার সুরতচন্দ্র বর্মণের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত দেড়টা নাগাদ ৯ জনের ডাকাতের দল তাঁর ঘরে প্রবেশ করে। সুরতচন্দ্র বর্মন ও তাঁর স্ত্রী শিক্ষিকা জ্যোতিকা বর্মনে হাত পা বেধে মারপিট করে ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করে ফেলে ডাকাতের দল। এরপর তাদের কাছ থেকে আলমিরা চাবি নিয়ে প্রায় ৪০ ভরি সোনার গয়না সহ নগদ দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতের দল তার ঘরে প্রায় ঘন্টাখানেক তাণ্ডব লীলা চালায়। তাদের একমাত্র মেয়েকেও মারপিট করেছে বলেও জানান সুরতবাবু।
সুরতবাবু জানান, ডাকাতরা সেনা পোশাক পরে ঘরে ঢুকে এবং শূন্যে দুটি গুলিও চালায়। তিনি আরও জানান, তারা অস্পষ্ট হিন্দিতে কথা বলে। তিনি ধারণা করেছেন ডাকাতরা বাঙালি হবে। ডাকাতরা যাওয়ার পর তিনি প্রতিবেশীদের ডাকাডাকি করে বিষয়টি জানান। এ খবর পেয়ে জয়পুর পুলিশও পৌছায় রাতে। শুক্রবার সকালে পুলিশ সুপার নুমুল মাহাতো দলবল নিয়ে জয়পুরে সুরজচন্দ্রের ঘরে পৌঁছান। পুলিশ তদন্ত শুরু করলেও এ পর্যন্ত কাউকে ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।