অনলাইন ডেস্ক : তিনজন নির্দোষ ব্যক্তিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দশ ঘন্টা আটকে রাখা হলো পাঁচগ্রাম থানাধীন কাটাখাল পুলিশ ফাঁড়িতে। যারা আটক করেছিলেন চোর সন্দেহে শেষ পর্যন্ত তারাই আবার আপোষনামায় তাদেরকে নির্দোষ বলে স্বীকারোক্তি দিয়েছেন। রহস্যে ঘেরা সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে। বাঘমারা এলাকায় সোমবার ভোরে তিনজন ব্যক্তিকে চুর সন্দেহে আটক করেন শঙ্কু সিংহ, শশাঙ্ক সিংহ, রাজকুন্দ্রা মালাকার, বলাই সিংহ, সাধন কুমার দাস প্রমূখ। বাঘমারা এলাকার একজন গাড়িচালক এবং বক্রিহাওরের দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে আটক করতেই খবরটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এক পর্যায়ে পুলিশ প্রশাসন হায় হায় ইত্যাদি স্লোগান শোনা যায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে দলবল নিয়ে ঐ তিনজন ব্যক্তিকে উদ্ধার করেন কাটাখাল ফাঁড়ি পুলিশ। সঙ্গে চুরি কাজে ব্যবহার হওয়া এএস ২৪ সি ৯১৩৪ ম্যাজিক মালবাহী গাড়িটিও আটক করেন পুলিশ। উদ্ধার করা হয় ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির কিছু পোষ্টার ও লোহার পাত। আনুমানিক দশ ঘন্টা তাদেরকে থানায় আটকে রাখার পর আপোষের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আপোষ নামায় স্বাক্ষর করেছেন বাঘমারা এলাকার স্থানীয় শশাঙ্ক সিংহ, রাজকুন্দ্রা মালাকার, বলাই সিংহ, সাধন কুমার দাস। সাক্ষী রয়েছেন বিশু কুমার সিংহ ও শঙ্কু সিংহ।