অনলাইন ডেস্ক : মোবাইল চোর সন্দেহে তিন পাচককে বেধড়ক মারপিটের অভিযোগ উঠল শিলচর এনআইটির একাংশ পড়ুয়ার বিরুদ্ধে।
পাচকদের মধ্যে একজন লক্ষীপুর বিন্নাকান্দি এলাকার বাসিন্দা দর্পণ রাজকুমার গুরুতর আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এনআইটির ৪ নম্বর হোস্টেলের এক পড়ুয়ার মোবাইল চুরিকে ঘিরে দর্পণ রাজকুমার সহ হোস্টেলের অন্য দুই পাচক মনা দাস এবং বিকি বে-কে বেধড়ক মারপিট করা হয়। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ঘটনা নিয়ে থানায় রিপোর্ট করা হয়েছে বলেও জানা গেছে।
ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। পড়ুয়াদের এভাবে আইন নিজেদের হাতে তুলে নেবার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।