অনলাইন ডেস্ক : সরকার ডিমাহাসাও-এর বাইরে বসবাসকারী ডিমাসাদের জন্য “বর্মন-ডিমাসা-কাছাড়ি ডেভলপমেন্ট কাউন্সিল ” গঠন করলেও এই কাউন্সিলের নামে অর্থ মঞ্জুর করা হচ্ছে না। এই অভিযোগ এনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ডিমাসা কাউন্সিলের সভাপতি তথা লুপ্ত হয়ে যাওয়া জঙ্গি সংগঠন ডিমা হালাম দাওগা (ডিএইচডি)-র প্রধান দিলীপ নূনিসা ।
সোমবার শিলচর ডিমাসা সংস্কৃতি ভবনে ডিমাসা পিপলস কাউন্সিলের পক্ষ থেকে ওই জনগোষ্ঠীর প্রবীণ ইতিহাসবিদ উত্তম চাঁদ বর্মনের ৯১ তম জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নূনিসা ডিমা হাসাও-এর বাইরে বসবাসকারী ডিমাসাদের স্বার্থে “বর্মন ডিমাসা কাছাড়ি ডেভেলপমেন্ট কাউন্সিল”-কে অটোনোমাস কাউন্সিলে উন্নীত করার দাবি জানান। তিনি বলেন এতে কাউন্সিলের নামে অর্থ বরাদ্দ হবে এবং এভাবে ডিমাহাসাও-এর বাইরে বসবাসকারী ডিমাসাদের স্বার্থ সুরক্ষিত হবে।
তিনি ২০১২ সালের ৮ অক্টোবর ডিএইচডির সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তির অনেক শর্তই পূরণ হয়নি বলেও অভিযোগ এনে ক্ষোভ ব্যক্ত করেন। সেই সঙ্গে আত্মসমর্পণকারী সংগঠনের সদস্যদের পুনর্বাসনের প্রক্রিয়া স্বীঘ্র সেরে ফেলার জন্য দাবি জানান
এদিন অনুষ্ঠানে উত্তম চাঁদ বর্মনের লিখা বই “হিস্ট্রি কলিং ডিমাসা মাস্ট এ নেশন অর নো নেশন”-এর উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল কাছাড় হৈড়ম্ব বর্মন সমিতির প্রাক্তন সভাপতি বীরেন্দ্র চন্দ্র দওলাগপু, মূনোল চন্দ্র বর্মন ও চাঁন্দমনি কেম্প্রাই প্রমুখ ।