অনলাইন ডেস্ক : চব্বিশের লোকসভা নিৰ্বাচনে অসমের ১৪টি আসনেই বিজেপি জয়লাভ করবে। কেন্দ্ৰে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং অসমে হিমন্ত বিশ্ব শৰ্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে, তা দেখে জনসাধারণ পুনরায় বিজেপিকে ভোটদান করবে। এই দাবি করেছেন বিজেপির জাতীয় উপ সভাপতি তথা অসমের ইনচার্জ বৈজয়ন্ত পাণ্ডা।
বিজেপির মহাসম্পৰ্ক অনুষ্ঠানে অংশ নিতে তিনি তিনদিনের কাৰ্যসূচী নিয়ে বরাকে অবস্থান করছেন। বুধবার শিলচরে বিজেপি কাৰ্যালযে এক সাংবাদিক সম্মেলনে অসমের বিরোধী দলের তীব্ৰ সমালোচনা করেন পাণ্ডা। মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায় সহ কাছাড়ে বিজেপির বিধায়কদের উপস্থিতিতে সাংবাদিক সন্মেলনে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, ২০২৫ সালের মধ্যে শিলচর-হাফলং মহাসড়কের কাজ সম্পূৰ্ণ হবে। ২০২৫ সালে দুর্গাপূজার আগেই চালু হয়ে যাবে মহাসড়ক। আসলে এই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। মহাসড়কে ডিমাহাসাওয়ের অংশে কোথায় কত টাকার কাজ চলছে রাজদীপ এনিয়ে তথ্য তুলে ধরার পর এর সূত্র ধরে জয়ন্তমল্ল ২০২৫ সালে দূর্গাপূজার আগে মহাসড়ক চালু হয়ে যাবে বলে জোর গলায় দাবি করেন।