অনলাইন ডেস্ক : এবার ঘুষের ১০ হাজার টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের জনৈক অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। ধৃত এএসআই হাইলাকান্দি জেলার আবদুল্লাপুর পুলিশ ওয়াচ পোস্টের হিতুষ নাথ।
একটি মামলার সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করার জন্য এক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এএসআই হিতুষ নাথ। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিটি ঘুসের টাকা না দিয়ে সোজা শরণাপন্ন হন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের। এর পর ভিজিল্যান্স অফিসারদের কষা ছক অনুযায়ী মঙ্গলবার এএসআই হিতুষ নাথকে নগদ দশ হাজার টাকা দিতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় বাইরে সাদা পোশাকে অবস্থানকারী ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসাররা ছুটে গিয়ে হাতেনাতে টাকা সহ এএসআই হিতুষ নাথকে পাকড়াও করেন।