অনলাইন ডেস্ক : ঘুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনে প্রতিবেশী যুবকের হামলায় আহত পিংকু দেব (৫২)-এর মৃত্যু ঘটলো বৃহস্পতিবার।
গত ৯ ফেব্রুয়ারি সকালে পিংকু গলি দিয়ে হেটে যাওয়ার সময় প্রতিবেশী রকি দেব (৩৮) আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিংকু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে পিঙ্কুবাবুর মৃত্যু ঘটে। এরপর মৃতদেহের ময়নাতদন্ত সেরে সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে।
৯ ফেব্রুয়ারি ঘটনার পরই পুলিশ গ্রেফতার করে রকিকে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। পুলিশ জানিয়েছে রকির বিরুদ্ধে এবার দায়ের করা হবে হত্যার মামলা।
এদিকে পিংকুবাবুর মৃত্যুর পর বর্তমানে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। এলাকাবাসী জানিয়েছেন রকি প্রায়ই বিনা কারণে অন্যান্যদের উপর হামলা চালাত। পিঙ্কু বাবুর সঙ্গেও তার কোন বিবাদ ছিল না। সম্পূর্ণ বিনা কারণে হঠাৎ করে সে পেছনদিক থেকে এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করে বসে। রকির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ব্যবস্থা করার জন্য পুলিশের প্রতি আজি জানিয়েছেন এলাকাবাসী।