অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে তুষারধসে প্রাণ হারালেন দু’জন বিদেশী নাগরিক। এছাড়াও ১৯ জন বিদেশী নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার গুলমার্গের স্কি রিসর্টের আফারওয়াত চূড়ায় তুষারধসের নীচে চাপা পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। বারামুল্লা পুলিশ জানিয়েছে, উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের স্কি রিসর্টের আফারওয়াত চূড়ায় তুষারধসের নীচে চাপা পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।
খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। বরফের নীচ থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে ও ১৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হতাহতরা সকলেই বিদেশী নাগরিক বলে জানা গিয়েছে।