অনলাইন ডেস্ক :দেশের পাশাপাশি শিলচরেরও রাস্তা মাতাতে তৈরি টাটা নেক্সনের নতুন মডেল। স্টাইল এবং মাইলেজের প্রশ্নে বর্তমানের যেকোনো বিলাসবহুল গাড়িকে টেক্কা দিতে পারে। শিলচরেও এর বিক্রি শুরু হয়েছে। প্রথম কাস্টমার হিসেবে গাড়িটা কেনেন শিলচরের শশীভূষণ দাস। শশীবাবুর হাতে গাড়িটির চাবি তুলে দেন টাটা মোটরসের শোরুম হাইওয়ে হুইলসের ম্যানেজার সুরজিৎ শর্মা।
স্টাইলিং সম্পূর্ণ নতুন এবং একটি স্প্লিট হেডল্যাম্প ডিজাইনের সঙ্গে আনা হয়েছে এই গাড়ি। এতে এখন একটি নতুন গ্রিল ডিজাইন রয়েছে যা বিশ্বব্যাপী অনেক এসইউভি-র মতো দেখতে।বিভিন্ন সিগনেচার লাইট ব্যবহার করা হয়েছে এখানে। পাশ থেকে নেক্সন ফেসলিফ্ট একই রকম দেখতে লাগবে। তবে এখন নতুন রং এবং নতুন ডিজাইনের ১৬ ইঞ্চি অ্যালয় হুইল পাওয়া যাচ্ছে গাড়িতে। যা দেখতে আরও ভাল।পিছনেও নতুন নেক্সন একটি সম্পূর্ণ নতুন এলইডি লাইটিং সেটআপ পায়। পিছনের বাম্পারেও হয়েছে বদল।নেক্সন ফেসলিফটের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৮ এমএম যা একই রকম রাখা হয়েছে।