অনলাইন ডেস্ক : রাজ্য সরকারের জারি করা এক অধিসূচনা অনুসারে চলতি বছরের ১ আগস্ট থেকে আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলকভাবে ডিজিটাইজ করতে হবে। এখন থেকে সব ম্যানুয়াল পেপার বেইসড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করা বাধ্যতামূলক। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।
এর পরিপ্রেক্ষিতে জনগণ অনলাইনের মাধ্যমে www.parivahan.gov.in অথবা নিকটবর্তী যেকোনও কমন সার্ভিস সেন্টার থেকে আধারের ভিত্তিতে সত্যতা যাচাই করে তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এই ৩ মাসের মধ্যে আপলোড করে আবেদন করতে হবে। এতে জেলা পরিবহন আধিকারিক যানবাহনের মালিকদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ধারীদের তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করার জন্য ওই ওয়েবসাইট যোগে অনলাইনের মাধ্যমে ৩ মাসের মধ্যে দরখাস্ত আপলোড করার আহ্বান জানিয়েছেন।