অনলাইন ডেস্ক : হায় শিক্ষা! মাধ্যমিক পরীক্ষার শুরুতেই বিপত্তি কাছাড়ে। সেইসঙ্গে সংবাদ শিরোনামে জায়গা করে নিল গণিরগ্রামের পরীক্ষা কেন্দ্র। দৃশ্যটা দেখলে কোনোভাবেই বলা যাবে না যে এটা কাছাড়ের কিংবা বরাকের কোনো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ছবি। দেখলে মনে হবে মোবাইল কিংবা টিভির পর্দায় উত্তর ভারতের কোনো পরীক্ষার ভাইরাল ভিডিও । পরীক্ষা চলছে আর একদল লোক দেওয়াল টপকে সাপ্লাই দিয়ে যাচ্ছে নকলের। বিহার, উত্তরপ্রদেশে পরীক্ষায় এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এবার গণিরগ্রামের স্কুলেও এরকম ঘটনা ঘটলো। গণিরগ্রামের স্কুলটিতে পরীক্ষা চলাকালীন একদল লোক পাঁচিল টপকে নকল সরবরাহ করছিলো। পরে ভিডিও ভাইরাল হলে পুলিশ এসে কাটিগড়া মহাদেবপুরের বাসিন্দা আসাব উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে ডিডিসি রাজীব রায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “কিছু লোক ছাত্রদের নকল দেওয়ার জন্য এসেছিল কিন্তু পুলিশ তাদের তাড়িয়ে দেয়। স্কুল পরিদর্শক এবং ম্যাজিস্ট্রেট ঘটনার বিবরণ জানতে পরীক্ষা কেন্দ্রে যান। ঘটনার সঙ্গে সম্পর্ক থাকা একজনকে আটক করা হয়েছে।”