অনলাইন ডেস্ক : বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেববর্মণ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সংস্কৃতির তীর্থভূমি কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সংস্কৃতি বলয়ের ‘বিশ্ব সম্মেলন’। কুমিল্লার প্রাণকেন্দ্র রাজা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে ২ জুন দু’দিনের সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের সস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মেলনে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহম্মদ রবি, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও আগরতলা পুরসভার মেয়রসহ বাংলাদেশ-ভারতের মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। উদ্যোক্তারা জানালেন, টাউন হলের সুবিশাল চত্বরে একসঙ্গে কমপক্ষে পাঁচ হাজার মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আয়োজন ঘিরে কুমিল্লার সাংস্কৃতিক বোদ্ধারা গর্বিত। কৃর্তিমান ও স্মরণীয় সাংস্কৃতিক পুরোধাব্যক্তিত্ত্বের আবাসভূমিতে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম ‘বিশ্ব সম্মেলনে’ দেশ-বিদেশের ১৫০জন প্রতিনিধি যোগ দেবেন। প্রাণের সম্মেলন শিল্পী-সাহিত্যিক এবং সর্বস্তরের মানুষের এক মিলন মেলায় পরিণত হবে। সম্মেলন ঘিরে কুমিল্লায় ‘বাংলা সংস্কৃতি বলয়ের’ আয়োজকদের নির্ঘুম রাত কাটচ্ছে। তাদের কত বলার ফুরসত নেই। সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন হবে নজরুল ইনষ্টিটিউট মিলনায়তনে। এদিন সমাপনি আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম ‘বিশ্ব সম্মেলনেরে’। এই সম্মেলনে যোগ দিয়ে দুই দেশের বরেণ্য শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্মরণ করবে দিকপাল সঙ্গীতজ্ঞদের। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বাংলা ভাষাভাষি মানুষ। মূলত তাদেরকে সাংস্কৃতিক বলয়ে নিয়ে এসে বাংলা সংস্কৃতির প্রসারের লক্ষ্যে সংগঠনটি কাজ করে চলেছে। দুই বাংলার সাংস্কৃতিক ও শিল্পবোদ্ধাদের নিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের আন্তঃরাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়বে।