অনলাইন ডেস্ক : তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পরই পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। গ্রেপ্তারের পর ইমরানকে পাঞ্জাব প্রদেশের কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি রাখা হয়েছে। এটি দেশটির অন্যতম প্রধান কড়া নিরাপত্তাবেষ্টিত কারাগার। সেখানে জঙ্গিদেরও রাখা হয়েছে। তবে এখানে তাঁকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে উন্নত সেলে রাখা হয়েছে।
কারাগার সূত্র জানিয়েছে, ইমরানকে রাখার জায়গাটি ভিআইপি সেল হলেও সেখানে এসি নেই। তবে একটি ফ্যান, বিছানা, টয়লেট ও স্নানঘর রয়েছে। ইমরান খান ছাড়া এই কারাগারে এর আগে দেশটির কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীকেই রাখা হয়নি। অধিকার অনুযায়ী কোনো রাজনৈতিক বন্দিকে এ-ক্লাস সেলে রাখার কথা থাকলেও ইমরানকে সি-ক্লাস সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। সোমবার তাঁর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথা ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দ্বারস্থ হয়েছেন। এ সময় তিনি ইমরানের জন্য এ–ক্লাস সেলের সুবিধা চেয়ে আবেদন করেন। বর্তমানে ইসলামাবাদের অ্যাটক জেলে বন্দি আছেন পিটিআই প্রধান। প্রাক্তন প্রধানমন্ত্রীকে কারাগারে নিয়ে আসার পর উচ্চ নিরাপত্তার কারাগারটিকে আরও বেশি নিরাপত্তাবেষ্টিত করা হয়েছে। আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তাঁকে তাঁর সমর্থক কিংবা অন্য কোনও গোষ্ঠী মুক্ত করে নিয়ে যেতে না পারে। শুধু তাই নয়, সংবাদমাধ্যম যাতে কারাগারের ছবি–ভিডিও প্রকাশ করতে না পারে, সে জন্য কারাগার এলাকার বাসাবাড়ির ছাদে সাংবাদিকদের ওঠা বন্ধে বাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।