অনলাইন ডেস্ক : সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা(আমসু)-র করিমগঞ্জ জেলার অধীন ঘোড়ামারা আঞ্চলিকের কর্মকর্তারা কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা তাদের নজরে এলে এ নিয়ে কর্মরত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন আমসুর কর্মকর্তারা। তাদের মতে,কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বৃহত্তর কালীগঞ্জ এলাকার একমাত্র চিকিৎসাকেন্দ্র। এখানে অনেকগুলো শয্যা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র চারটি শয্যা।এদিকে হাসপাতালের প্রস্রাবাগারের অবস্থা অত্যন্ত শোচনীয়। এ ব্যাপারে প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান,আগামী এক সপ্তাহের মধ্যে নতুন দু’টি প্রস্রাবাগারের ব্যবস্থা করে দেওয়া হবে। সেইসঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা হবে বলে তারা জানান।এছাড়া আমসুর কর্মকর্তাদের চোখে পড়ে হাসপাতালের গেটের ভেতরে রাখা হয়েছে অসংখ্য গাড়ি। তারা জানতে পারেন,গাড়িগুলো হাসপাতালে আসা রোগীদের থেকে বেশি পার্কিংয়ের জন্য রাখা হয়। এমনভাবে গাড়ি রাখা হয়েছে যদি ইমার্জেন্সি কোনও রোগীর জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে বের করা অনেকটা কঠিন হয়ে পড়বে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সংগঠনের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এ নিয়ে শীঘ্র স্বাস্থ্য বিভাগের করিমগঞ্জের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালকের দ্বারস্থ হবে আমসু। এছাড়া হাসপাতালের শয্যা বৃদ্ধি,অক্সিজেনের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়েও যুগ্ম সঞ্চালকের সঙ্গে আলোচনায় বসবে ঘোড়ামারা আমসু। ওইদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন,কালীগঞ্জ আঞ্চলিক আমসুর উপ সভাপতি সাহিদ আহমদ,ঘোড়ামারা আঞ্চলিকের সম্পাদক লুকমান হোসেন,সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান,উপ সভাপতি সবীর আহমদ,সদস্য জাকির হোসেন,মুজিবুর রহমান,জরির আহমদ,নুর ইসলাম,জিবান উদ্দিন,ফখরুল ইসলাম,জাহিদ আহমদ প্রমুখ।