অনলাইন ডেস্ক : কালাইনে মিনি টিপারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় গ্যালাক্সি আইডেল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজ আহমদ ঘটনাস্থলে প্রাণ হারায় । ওই স্কুলের প্রথম শ্রেণীর মর্তুজা আহমদ গুরুতর জখম হয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে । দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজিত জনতা ও ছাত্র-ছাত্রীরা ৬ নম্বর জাতীয় সড়ক ও কালাইন শিলচর সড়ক অবরোধ করে বসেন । আড়াই ঘণ্টা পর পুলিশ অবরোধ স্থলে পৌঁছা মাত্র ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশ ।
হাজারো চেষ্টা করেও অবরোধ মুক্ত করতে পারেনি । অবশেষে কাটিগড়া সার্কেল অফিসার অবরোধ স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে বুঝানোর আপ্রাণ চেষ্টা করলেও বরফ গলাতে পারেননি । প্রথম দিকে ব্যর্থ হলেও প্রায় চার ঘন্টা পর প্রতিশ্রুতি দেন আগামী ৫ জানুয়ারি কালাইনে প্রশাসন ও ভুক্তভোগী জনতা মিলে জনসভার মাধ্যমে এই স্থায়ী ও জ্বলন্ত সমস্যা সমাধান করা হবে বলে এমন আশ্বাসে অবরোধকারীরা শর্ত সাপেক্ষ অবরোধ মুক্ত করে দেন । উভয় সড়ক অবরোধের ফলে জন দুর্ভোগ চরমে পৌছে ।