অনলাইন ডেস্ক : কাটিগড়া পুলিশ বাজেয়াপ্ত করল ৮০ হাজার টাকার জাল নোট। সঙ্গে পাকড়াও করা হয়েছে কাটিগড়া থানা এলাকার গণিরগ্রাম চতুর্থ খন্ডের বাসিন্দা সজিবউদ্দিন মাজার ভূঁইয়া নামে এক ব্যক্তিকে। এর পাশাপাশি সোনা বাড়ি ঘাট বাইপাস থেকে ৯০,৫০০ টাকার জাল নোট সহ পাকড়াও করা হয়েছে আরো দুজনকে।
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটিগড়া চৌরঙ্গী এলাকায় সজিবকে পাকড়াও করা হয়। একটি অটোতে চড়ে যাচ্ছিল সে। তার কাছে পাওয়া গেছে ১৬০টি ৫০০ টাকার জাল নোট। সোনা বাড়ি ঘাট বাইপাস থেকে পাকড়াও করা হয়েছে কচুদরম এলাকার গঙ্গাপুর ত্রয়োদশ খন্ডের আকবর আলী মজুমদার ও মতিনগর দিদারখুশ গ্রান্টের মইদুল ইসলাম লস্করকে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৯০,৫০০ টাকার জাল নোট। সবকটি জাল নোটই ৫০০ টাকার। এসব নোট কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ বর্তমানে তা খতিয়ে দেখছে।