অনলাইন ডেস্ক : চারদিনের মধ্যে দুজন মাদক পাচারকারী ধরতে সক্ষম হল কাটলিছড়া পুলিশ।গত রবিবার সাহাবাদের পারুল হোসেন আর বৃহস্পতিবার সইগ গোখরে (২৮) নামের এক যুবককে ড্রাগস সমেত ধরেছে পুলিশ।তার বাড়ি মহারাষ্ট্রের অমরাবতী জেলার কেভিল কলোনিতে। তার কাছে ২০টি কন্টেনার পাওয়া গেছে।প্রায় ৬০ গ্রাম ড্রাগসের বাজার মুল্য লক্ষাধিক টাকা হবে। বুধবার শিলচর থেকে ড্রাগস পাচারের জন্য দক্ষিন হাইলাকান্দিতে এসেছিল। পুলিশ সুত্রে জানা গেছে এখানকার লালপানি গ্রামে এক হোটেলে টেবিলে ড্রাগস বিক্রি নিয়ে দুজনের সংগে কথাবার্তা করছিল। তখন পুলিশ ব্যাটেলিয়ন হাতেনাতে ধরে ফেলে। ধৃত সইগ গোখরে বলেছে , ২০১৩ সালে শিলচর এন আই টিতে ইলেক্ট্রনিক কাম কমুনিকেশন কোর্সে ভর্তি হয়।এরপর একবছর পরীক্ষা দিয়ে পাশ করলেও দুবছর ড্রপ দিয়েছিল।২০১৯য়ে এন আই টি পাশ করে ড্রাগস প্যাডেলারদের খপ্পরে পড়ে এবং পাচারে বেশ মুনাফা দেখে টাকা রোজগারে বিভোর হয়।তার কথা মতে শিলচর এন আই টির বেশ কিছ পড়ুয়া ড্রাগস সেবন করছে।পুলিশ এন আই টির ভেতরে যেতে পারেনা।এন আই টি গেইটের বাইরে এসে ড্রাগস পাচার করে যায়। গতকাল মধুরবন্দের নজমুল হুসেনের কাছ থেকে ড্রাগস নিয়ে হাইলাকান্দিতে এসেছিল।