অনলাইন ডেস্ক : দক্ষিণের রাজ্যে হারার পূর্বাভাস ছিলই। প্রায় প্রতিটি বুথফেরত সমীক্ষাই কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। কেউ কেউ আবার ত্রিশঙ্কু ফলের ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু শনিবার ভোটের ফল আসার পর দেখা গেল কর্নাটকে কার্যত পর্যদুস্ত হয়েছে বিজেপি। এক ডজন মন্ত্রী হেরেছেন। কংগ্রেসের চাইতে অর্ধেক আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোদি-শাহের দলকে। কংগ্রেসের ঝুলিতে ১৩৬। বিজেপি পেয়েছে মাত্র ৬৫টি আসন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দলের জয় এসেছে ১৯টিতে। অন্যান্যদের হাতে ৪টি আসন।
সকালে ভোটগণনা শুরু হওয়া মাত্রই পিছিয়ে যেতে শুরু করে বিজেপি। অবশ্য প্রথমদিকে প্রায় ৯০টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে দেখাচ্ছিল গণনা। কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরেই থেমে যাবে ভাবা হচ্ছিল। কিন্তু বেলা গড়ানো শুরু করতেই চিত্র পাল্টাতে শুরু করে। দুপুরের আগেই ম্যাজিক ফিগার পার করে নেয় কংগ্রেস। তখনই স্পষ্ট হয়ে যায় যে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তারাই। দিল্লির ২৪, আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে তখন কর্মীদের উৎসাহ চরমে। এর ঠিক উলটো ছবি দীনদয়াল মার্গে বিজেপি কার্যালয়ে। গেরুয়া বাহিনীর শীর্ষস্তরের নেতাদের এদিন দেখা মেলেনি সেখানে।