অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচনে এবার করিমগঞ্জ, নগাঁও এবং ধুবড়ি, এই তিন কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ী হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে এই তিন আসনে জয়ী হওয়া ‘ডিফিকাল্ট’ হবে। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেন, ডিলিমিটেশনের পর করিমগঞ্জ, নগাঁও, ধুবড়ি আসন বিজেপির কাছে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। পরিকল্পনা মতো কাজ না করলে ‘ডিফিকাল্ট’ হবে।
নগাঁও আসনে কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী দরখাস্ত করেছেন, এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও কংগ্রেসের জন্য একটি ভালো আসন। তাই ওই আসনের জন্য দাবিদার বহু। তিনি অবশ্য স্বীকার করেছেন, করিমগঞ্জ এবং ধুবড়ি লোকসভা আসনের সঙ্গে নগাঁও আসন বিজেপির জন্য অত্যন্ত কঠিন। তবে সঠিক পরিকল্পনা করে কাজ করলে সাফল্য আসবে।