অনলাইন, ডেস্ক : মঙ্গলবার ২৫ শে বৈশাখ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। গোটা দেশের সঙ্গে সাড়ম্বরে পালন করা হয় শিলচরেও। এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরুকে শ্রদ্ধা জানাতে। এদিন সকালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিমূর্তির সামনে এসে শেষ হয়। কবিগুরুর মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান আয়োজকরা। পরে বক্তব্য, আবৃত্তি, নৃত্য, গান পরিবেশন করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। এদিন আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং শিলচর পুরসভার উদ্যোগেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
উধারবন্দ শিক্ষাসদন স্কুলেও মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। এদিন প্রথমে কবিগুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্কুলের অধ্যক্ষ ব্রজেশ্বর সিংহ। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্র ছাত্রীদের সামনে রবীন্দ্রনাথের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন তিনি। শিক্ষিকা দ্বীপশিখা দত্ত ও ছাত্রছাত্রীরা নৃত্য, আবৃত্তি, গান পরিবেশন করে। অনুষ্ঠানে ঘোষকের ভূমিকায় ছিলেন শিক্ষিকা সংহিতা সরকার।