অনলাইন ডেস্ক : কংগ্রেস ছাড়লেন শিলচরের প্রাক্তন পুরসদস্য অলক কর। বুধবার তিনি দলের জেলা সভাপতির কাছে পেশ করেন তার পদত্যাগপত্র।
অলকবাবু প্রাথমিক সদস্য পদ থেকে তার পদত্যাগ সম্পর্কিত পত্র পেশ করে উল্লেখ করেছেন, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় তিনি দলের জন্য সময় দিতে পারছেন না। তাই দলে থাকা নিয়ে তিনি আর আগ্রহী নন।
অলকবাবু দলত্যাগ করলেও এতে গুরুত্ব দিতে রাজি নন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, অলোকবাবু বেশ কিছুদিন ধরেই দলের বিভিন্ন কার্যসূচি থেকে দূরে সরে রয়েছেন। দলের সঙ্গে তার কোনও সম্পর্কই ছিল না দীর্ঘদিন ধরে। তাই তার পদত্যাগে দলের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে অলোকবাবু পদত্যাগ করার পর বর্তমানে চর্চা শুরু হয়েছে তিনি হয়তো ভিড়তে পারেন বিজেপিতে। কংগ্রেসের এক সূত্র জানান, নিজের ওয়ার্ডের পুনর্বিন্যাসের দরুন ভোটারদের জনগোষ্ঠীভিত্তিক যে পরিবর্তন আসছে, সে কথা মাথায় রেখেই অলক বাবু বেশকিছুদিন ধরে বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন। অলোকবাবুর পাশাপাশি বর্তমানে আরও দুজন প্রাক্তন পুর সদস্য বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন বলে খবর চাউর হয়েছে। এর মধ্যে একজন এখনও রয়েছেন কংগ্রেসে, অন্যজন বিগত দিনে কংগ্রেসে থাকলেও পরবর্তীতে নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন পুর নির্বাচনে। এদের নিয়ে চর্চার মাঝে আবার আপত্তি উঠছে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিজেপি কর্মীদের মধ্যে থেকে। ওই বিজেপি কর্মীরা, অলক কর বা অন্য দুজনকে কোনওভাবেই দলে মেনে নিতে রাজি নন।
An impartial frontal leading news paper of Barak valley
I was pretty pleased to discover this web site. I want to to thank you for your time for this fantastic read!! I definitely really liked every bit of it and I have you book marked to see new things on your web site.