অনলাইন ডেস্ক : এক সুন্দরী মহিলা নিউজ অ্যাঙ্কর খবর পড়তে শুরু করেছেন ওটিভি বা ওড়িশা টিভি চ্যানেলে। ঝরঝরে ইংরেজি উচ্চারণে খবরের আপডেট দিচ্ছেন। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স তার জাদু দেখাতে শুরু করে দিয়েছে। চ্যাটজিপিটি নিয়ে যখন তর্ক-বিতর্ক তুঙ্গে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রীতিমতো মানুষের আদলে নিউজ অ্যাঙ্কর বানিয়ে ফেললেন ইঞ্জিনিয়াররা।
কম্পিউটার অ্যালগোরিদমে তৈরি এআই নিউজ অ্যাঙ্করকে দেখে বোঝার উপায় নেই যে আদতেই তিনি মানুষ নন। সবটাই কম্পিউটার অ্যালগোরিদমের জাদু। এই প্রথমবার খবর সঞ্চালনার কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হল। ওড়িশা টিভির এআই সঞ্চালিকাকে দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশে। কানাঘুষো চলছে, খুব তাড়াতাড়ি মানব-মেধার জায়গা নিতে পারে কৃত্রিম মেধা। সোমবার ভুবনেশ্বরে ওটিভি এক অনুষ্ঠানের মাধ্যমে এআই নিউজ অ্যাঙ্কর লিসার কথা ঘোষণা করেছে।