অনলাইন ডেস্ক : রাজ্যিক শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ (এস সি ই আর টি)-এর ১০৫ কোটি টাকার কেলেঙ্কারির সূত্রে কাছাড়ের উধারবন্দে থাকা জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ডায়েট)-এর অধ্যক্ষ আব্দুল নূর বড় ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল।
জানা গেছে শুধু উধারবন্দ ডায়েটই নয়, ডিব্রুগড়,যোরহাট, বঙ্গাইগাঁও সহ রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার ডায়েটের অধ্যক্ষদেরও একইভাবে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় প্রশিক্ষণের নামে বরাদ্দ অর্থ ব্যায় নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে অধ্যক্ষদের কাছে।
প্রসঙ্গত এই কেলেঙ্কারির সূত্র ধরে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পর্ষদের সঞ্চালক শেরলী দেবী শর্মা সহ তার দুই জামাতা এবং অন্যান্য কয়েকজনকে।
শেরালী দেবী শর্মা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ কাগজের কলমে বহু ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র দেখিয়ে তিনি আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। এছাড়া তার জামাতা দের নামে বিভিন্ন কাজের ভূয়ো ঠিকাদারি দেখিয়েও দিনের পর দিন আত্মসাৎ করে গেছেন টাকা। আর তার এসব দুর্নীতির কথা জেনে একজন আরটিআই কর্মী এবং দুই সাংবাদিক তাকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ।
জানা গেছে শুধু উধারবন্দ ডায়েটই নয়, ডিব্রুগড়,যোরহাট, বঙ্গাইগাঁও সহ রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার ডায়েটের অধ্যক্ষদেরও একইভাবে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় প্রশিক্ষণের নামে বরাদ্দ অর্থ ব্যায় নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে অধ্যক্ষদের কাছে।
প্রসঙ্গত এই কেলেঙ্কারির সূত্র ধরে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পর্ষদের সঞ্চালক শেরলী দেবী শর্মা সহ তার দুই জামাতা এবং অন্যান্য কয়েকজনকে।
শেরালী দেবী শর্মা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ কাগজের কলমে বহু ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র দেখিয়ে তিনি আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। এছাড়া তার জামাতা দের নামে বিভিন্ন কাজের ভূয়ো ঠিকাদারি দেখিয়েও দিনের পর দিন আত্মসাৎ করে গেছেন টাকা। আর তার এসব দুর্নীতির কথা জেনে একজন আরটিআই কর্মী এবং দুই সাংবাদিক তাকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ।