অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদার পাহাড়ি এলাকায় শুক্রবার রাতে একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই বিমান দুর্ঘটনায় চিকিৎসাকর্মী ও একজন রোগীসহ পাঁচজন মারা গিয়েছেন। বিমান পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এ বিষয়ে লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, রাত সোয়া ৯টায় আধিকারিকদের জানানো হয়েছে। দুই ঘণ্টা পর স্টেজকোচের কাছে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্টেজকোচে প্রায় ২৫০০ লোক বাস করে। এটি রেনো শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে।
বিমান সংস্থা জানিয়েছে, নিহতদের সকল স্বজনদের জানানো হয়েছে। ইউএস ওয়েদার সার্ভিস বলছে, এই সময়ে ওই এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড অনুসারে, বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স ২০০২ সালে তৈরি করা হয়েছিল।