অনলাইন ডেস্ক : টাউন ক্লাবের ক্রিকেট ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের শিলচর জোনের টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তারা। শুক্রবার জেলাপর্যায়ের ফাইনালে তারা ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় ইউনাইটেড ক্লাবকে । সেইসঙ্গে এবারের মত এই আসরের মূলপর্বে শিলচর ডিএসএ – র প্রতিনিধিত্ব করবে টাউন ক্লাব।
এস এম দেব স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফেভারিট ইউনাইটেড ক্লাব। স্লো পিচে তেমন একটা সুবিধে করতে পারেনি টাউন ক্লাবের ব্যাটসম্যানরা। শুরুর দিকে রামচন্দ্র দেব (৩), অভিষেক দেব (৫), বিকি রায়রা (০) কম রানেই সাজঘরে ফেরেন । ওপেনার অমন ছেত্রী (২৮) সমীর সিনহাকে (২৭) নিয়ে পরিস্থিতি সামাল দেন। এরপর অমিত বৈশ্য (২৬) এবং আকাশ ছেত্রী (২১) দৃঢ়তার সঙ্গে ব্যাট করলে ৩৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোরে পৌঁছে যায় টাউন ক্লাব। অতিরিক্ত ৮। টাউনের ইনিংস ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ ভৌমিক। ছয় ওভারে মাত্র ১২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন রাজ। দুটি করে উইকেট পান শমিক দাস এবং দীপক গোহাঁই। প্রীতম দাস দখল করেন এক উইকেট।
লক্ষ্যমাত্রা কম হলেও প্রত্যাশার ধারেকাছেও পৌছতে পারেনি ইউনাইটেড ক্লাব। মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। তাদের প্রশান্ত কুমার (২২) ছাড়া কেউই দুঅংকের রান পাননি। অতিরিক্ত ৭। রামচন্দ্র দাস এবং আকাশ ছেত্রী উভয়ের ঝুলিতে যায় তিনটি করে উইকেট। অমন ছেত্রী দু উইকেট নেন। লো স্কোরিং ম্যাচে ৫৯ রানের বিশাল জয় তুলে নেয় টাউন। দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শনের দরুণ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আকাশ ছেত্রী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, দিলীপ নন্দী প্রমুখ।