অনলাইন ডেস্ক : নয়া পেনশননীতি (এনপিএস) বাতিল ও পুরনো পেনশননীতি (ওপিএস) প্রত্যাবর্তনের দাবিতে আন্দোলন বহাল ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন (এনএফআইআর)-এর। ফেডারেশন অনুমোদিত এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে বুধবার নিউ পেনশন স্কিম বাতিলের দাবিতে শিলচর রেলস্টেশনে ধরনায় বসেন সংগঠনের সব স্তরের কর্মকর্তা। কেন্দ্র সরকারের এই পেনশননীতির চাঁছাছোলা সমালোচনা করে এর বিরুদ্ধে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ সভাপতি কল্যাণ নাথ, শিলচর শাখা সম্পাদক মৃণালকান্তি মণ্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীও। মৃণালবাবু জানিয়েছেন, এনপিএস প্রত্যাহার না করা অবধি তাঁদের আন্দোলন বহাল থাকবে।