অনলাইন ডেস্ক : এনআইটি শিলচরের ক্যাম্পাসে ডাঃ আম্বেদকর টেকনোলজি ইনোভেশন হাবের নুতন ভবনের উদ্বোধন করলেন ডিরেক্টর অধ্যাপক রজত গুপ্ত ও দুর্গাপুর এনআইটি শিলচরের বিওজি ডিরেক্টর অধ্যাপক সদানন্দ সদাশিব গোখলে। এনআইটি শিলচরের প্রফেসর ফজল আহমেদ তালুকদার জানান ভারত সরকারের সাইন্স এন্ড টেকনোলজির অন্তর্গত এতদ অঞ্চলের যারা এসসি-এসটি যারা রয়েছেন তাদের মান উন্নত করার জন্য ভারত সরকারের কাছে এনআইটি শিলচরের পক্ষে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল এবং ভারত সরকার সেই প্রোজেক্টটি পাস করেছে। তিনি জানান, এই প্রোজেক্টের এর অন্তর্গত আমরা চার পাঁচটি কাজ করব। সেগুলো হল, যারা এসসি এসটি রয়েছেন তাদের জীবনযাত্রা যেন উন্নত্তি হয়। একটা বিষয় হলো এতদ অঞ্চলের বেশীরভাগ লোক মৎস্যজীবি, এতদ অঞ্চলে মাছের ভালো ব্যবসা রয়েছে। কিন্তু মাছে তাড়াতাড়ি পচন ধরে। সেই মাছকে কিভাবে সূক্ষ্ম রাখা যায় সেই প্রসেসটি করার ব্যবস্থা নেওয়া হবে। যাতে অনেকদিন পরেও মাছকে বাজারযাত করা যাতে পারে এবং ভেলু বাড়বে। এতদ অঞ্চলের এসসি এসটি জনগণকে সৌর শক্তি ব্যবহার করে কিভাবে দৈনন্দিন যে শক্তির চাহিদা আছোরু পুরণ করা যায় তার ও ব্যবস্থার পরিকল্পনা আমাদের প্রকল্পে রয়েছে। বিভিন্ন এসসি এসটি মহল্লাতে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে তাই বৃষ্টির জলকে কিভাবে স্বাস্থ্য সম্মত বিশুদ্ধ করে চাহিদা মেটানো যায় এনিয়ে পরিকল্পনা রয়েছে, তিনি বলেন এসটি এসসি মা বোনরা কাঠ দিয়ে রান্না করেন, এতে অনেক সময় বিষাক্ত গ্যাসের ধুয়ার সম্মুখীন হতে হয়, তাই আমরা তাদের বাচানোর জন্য ইনটোভ চুল্লার ব্যবস্থা করছি যাতে সহজ ভাবে রান্নার কাজ সম্পন্ন করা হয়। এই চুল্লিতে খুব অল্প সময়ের মধ্যে রান্নার কাজ সম্পন্ন হবে, মহিলাদের সময় ও বাচবে ।