অনলাইন ডেস্ক : এক পড়ুয়ার আত্মঘাতী হওয়াকে ঘিরে শুক্রবার রাতে শিলচর এনআইটিতে ঘটে যাওয়া ঘটনাক্রমকে ঘিরে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্র সংগঠন এবিভিপি। বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা এন আইটির ডিন(একাডেমিক) বি কে রায়কে সাসপেন্ড করার দাবি জানিয়ে সঙ্গে তার কুশপুতুল
দাহ করারও চেষ্টা চালান। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কিছুক্ষণ ঠেলাধাক্কা হয়ে যায়।
এবিভিপি সদস্যরা এদিন দুপুরে শিলচর অফিস পাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় তাদের হাতে দেখা যায় বিকে রায়ের কুশপুতুল। বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ।
পুলিশ কর্মীরা শুরুতেই বিক্ষোভকারীদের জানিয়ে
দেন কুশপুতুল দাহ করা চলবে না। তবে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর কুশপুতুল পোড়ানোর চেষ্টা চালালে বাধা দেয় পুলিশ। টানা হ্যাচড়া ও ঠেলা ধাক্কার মাঝে একসময় কুশপুতুল পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই অবস্থায় এবিভিপি সদস্যরা উত্তপ্ত বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীদের সঙ্গে। তাদের পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। এক সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে পুলিশকর্মীরা এবিভিপি সদস্যদের গ্রেফতারে উদ্যত হন। এবার আরও জোরকদমে শুরু হয় টানাহ্যাচড়া ও উত্তপ্ত বাক্য বিনিময়। যদিও শেষ পর্যন্ত পুলিশ নিরস্ত হয়ে কাউকেই আর গ্রেফতার করেনি।
এবিভিপি সদস্যদের মধ্যে রোহিত চন্দ সহ অন্যান্যরা ক্ষোভ ব্যক্ত করে অভিযোগ করেন ডিন বি কে রায় কোচ বুকার নামে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার জন্য দায়ী, এটা প্রকারান্তরে হত্যাকাণ্ডই। তারা বিকে রায়কে সাসপেনশনের সঙ্গে সঙ্গে গ্রেফতার করারও দাবী জানান। সেই সঙ্গে শুক্রবার রাতে এনআইটি পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জেরও তীব্র প্রতিবাদ জানান তারা।
পরবর্তীতে তারা এনআইটি কাণ্ডকে ঘিরে কর্তৃপক্ষকে দায়ী করে এ নিয়ে বিহীত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে পেশ করেন এক স্মারকপত্র।