অনলাইন ডেস্ক : মর্মান্তিক ঘটনা ঘটল শিলচর শহরতলি দুধপাতিলে। পরিবার প্রেমকে স্বীকৃতি দেয়নি বলে আত্মহত্যার পথ বেছে নেয় এক নাবালক প্রেমিক যুগল। ঘটনাটা ঘটেছে দুধপাতিল ষষ্ঠ খন্ডে। সেখানকার দুই প্রতিবেশী বছর ১৬- র তালুকদার পদবীর কিশোর এবং বছর ১৩-র লস্কর পদবীর কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তাদের এই ভালোবাসাকে মেনে নেয়নি পরিবারের লোকেরা। ফলস্বরূপ শুক্রবার ভোররাতে চরম সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। সকালে গ্রামের লোকেরা একটি গাছের ডালে একই রশিতে দুজনের নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।