অনলাইন ডেস্ক : টেনিসের আরও বেশি করে প্রচারে বরাক উপত্যকা ভিত্তিক আন্ত ক্লাব প্রতিযোগিতার আয়োজন করছে শিলচর টেনিস ক্লাব। আমেরিকান ফরম্যাটে আগামী ৫ ফেব্রুয়ারী এই আসর অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্যগুলি চাউর করেন ক্লাবের কর্মকর্তারা।
এই প্রতিযোগিতায় শুধুমাত্র ডাবলসই থাকছে। আমেরিকান পদ্ধতিতে ভালো এবং খারাপ দুটি গ্রুপের খেলোয়াড়দের নিয়ে জুটি গড়া হবে। তিন জেলার পাশাপাশি ডিমা হাসাও এবং সিআরপিএফের খেলোয়াড়দের নিয়ে হবে এই আসর। এর পাশাপাশি বরাকের তিন জেলার ক্লাবগুলিকে নিয়ে হবে আলাদা একটি আসর। আয়োজকদের কথা অনুযায়ী, প্রতিযোগিতার দিন সকালে খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। সংস্থার পক্ষ থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ দেওয়া হবে। রবিবারই রাতে ফাইনালের পর পুরস্কৃত করা হবে বিজয়ীদের। কোনো প্রাইজমানি থাকছে না। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে কয়েকজনকে সংবর্ধনা জানানো হবে। শনিবার আবার ক্লাবের একাডেমির একটা সংক্ষিপ্ত আসর অনুষ্ঠিত হবে। সেই আসরের বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে রবিবার।
এই আসরগুলিতে কোনো পুরস্কারমূল্য থাকছে না বলে জানান শিলচর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ স্বামী। তিনি বলেন,’ কোভিডের জন্য টেনিস ক্লাবের ৭৫ বছর সেলিব্রেট করা যায়নি। তাই আমরা এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’ ক্লাবের আরেক কর্মকর্তা সুরেশ সারদা বলেন,’ এতদ অঞ্চলে টেনিসকে প্রমোট করাই আমাদের মূল লক্ষ্য। আরও বড়মাপের আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।’ ক্লাব কর্মকর্তা বিবেক পোদ্দার বলেন,’ টেনিস অনেক ব্যয়বহুল খেলা, তা সত্যি। কিন্তু বড় শহরের তুলনায় আমাদের এখানে অনেক কম খরচে টেনিস খেলা যায়।’ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সহ সভাপতি ডা. সন্দীপ স্বপন ধর, অমৃত মজুমদার, দেবানন্দ চক্রবর্তী প্রমুখ।