অনলাইন ডেস্ক : উধারবন্দ অঞ্চলে ফের ডাকাতির ঘটনা ঘটল। এবার ডাকাতদের টার্গেট ঠালিগ্রাম । বুধবার গভীর রাতে উধারবন্দ থানার অন্তর্গত ঠালিগ্রামের বাসিন্দা অভিজিৎ রায়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে । জানা যায়, রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ছয় জনের একদল ভাকাত ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে । এদিন অভিজিৎ রায়ের ভাই অরিজিৎ রায় বাড়িতে ছিলেন না । তিনি তার ছেলের পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে শিলচর চলে যান । আর এই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাত দল প্রথমে অভিজিৎ রায় ও তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে গামছা দিয়ে বেঁধে রাখে । পরে ডাকাত দল অভিজিৎ রায় ও তার ভাই অরিজিৎ রায়ের ঘর সহ দোকান ঘরে লুটপাট চালিয়ে হাতিয়ে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় বিশ হাজার টাকা । ঘটনার পর অভিজিৎ রায় ফোনে বিষয়টি জানান অরিজিৎ রায়কে । পরে অরিজিৎ রায় শিলচর থেকে ঠালিগ্রাম তার বাড়িতে আসার সময় বিষয়টি উধারবন্দ পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে । বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেনুকুণ্ডু শীতল কুমার, কুম্ভীরগ্রাম পেট্রোল পোষ্টের ইনচার্জ নয়নমনি বরা, উধারবন্দ থানার এএসআই রঞ্জিত সিনহা । তারা গিয়ে অভিজিৎ পালের পরিবারের লোকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন । তাছাড়া এলাকার ভিডিপি সহ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের পাকড়াও করতে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার । এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ।