সাময়িক প্রসঙ্গ, নয়াদিল্লি ৩১ ডিসেম্বর : প্রচন্ড শীত মরশুমে অসমে উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাস্ট্রপতি দ্রুপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন ধুবড়ির সাংসদ তথা এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। আজমল রাস্ট্রপতিকে লেখা চিঠিতে বিকল্প ব্যবস্থা না করে অসমে যে ‘অমানবিক’ উচ্ছেদ অভিযান চলছে তা বন্ধ রাখতে অসম সরকারকে নির্দেশ দিতে আবেদন জানিয়েছেন। তিনি গৃহহারা এই ভূমিহীন অসহায় মানুষকে আর্থিক অনুদান ও পুনর্বাসনের আর্জি জানান। রাস্ট্রপতিকে আজমল জানিয়েছেন, অসমে সরকার রাজ্যে ‘বিশেষ একটি গোষ্ঠীকে’ চিহ্নিত করে বৈষম্যমূলক উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
আজমল রাস্ট্রপতিকে লেখা চিঠির প্রসঙ্গ উত্থাপন করে সংবাদ মাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এবং তাঁর দল এআইইউডিএফ সরকারি জমি যে বা যারা অবৈধভাবে দখল করেছে তাদের উচ্ছেদে আমাদের কোনও আপত্তি নেই। তবে বাছাই করে একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষকে বাস্তুহারা করা কোনও অবস্থায় সমর্থন করা যায় না।