অনলাইন ডেস্ক : শিলচরের প্রতিষ্ঠিত আরই নার্সিং হোমে এবার আইসিইউ চালু হয়েছে। সোমবার মেডিকেল কলেজ সংলগ্ন আরই নার্সিং হোমের স্বত্বাধিকারী ডঃ রঞ্জন সিং ও সরিতা সিং-এর ছেলে দেব সিং ও কন্যা প্রিয়া সিং ফিতা কেটে নব-নির্মিত আইসিইউ-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিএ অনিল জৈন, ডাঃ সন্তোষ কুনার লোহার (এনেসথেসিস), ডাঃ এ বি ফুজাইল আহমেদ (গাইনিক্লোজি), ডাঃ ইডেন সিনহা (সার্জারি), ডাঃ অনুপম পাল (সার্জারি), ডাঃ নিতা শর্মা (গায়নোকোলজি), সঞ্জীব কুমার দেবনাথ ( শিশু রোগ বিশেষজ্ঞ) সহ নার্সিং হোমের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন ডাঃ রঞ্জন সিং বলেছেন, ২০১২ সালে আরই নার্সিং হোম শুরু হয়। তখন থেকেই সমস্ত ধরনের সুবিধা সহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। কিন্তু আইসিএউ না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল। আজ আরই নার্সিং হোমের চিকিৎসক, নার্স ও কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করায় আইসিইউ সেবার সূচনা হয়েছে। সরিতা সিং জানান, হোমের চিকিৎসক, নার্স ও কর্মীদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করায় আজ আইসিইউ এর সূচনা হয়েছে।