অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র আদায় করে নিলেন বদরপুরের সৈয়দ আবু মোহাম্মদ ইউসুফ ও শিলচরের বণীপ সিনহা। এইবছর জুন মাসে মালয়েশিয়ার জহর বাহারুতে বসবে স্টুডেন্ট অলিম্পিকের আসর। তিনদিনের এই আসর শুরু হবে ৯ জুন। চলবে ১১ জুন পর্যন্ত ।গতবছর নভেম্বরে পঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল নবম ন্যাশনাল স্টুডেন্ট অলিম্পিকের আসর। সেই আসরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনূর্ধ্ব ২৩ সিঙ্গলসে সোনা জিতেছিলেন বনীপ সিনহা। অনূর্ধ্ব ২২ বিভাগের সিঙ্গলসে রানার আপ হয়েছিলেন বদরপুরের মহম্মদ ইউসুফ। | এই দুজনই ডাবলসে জুটি বেঁধে জিতেছিলেন সোনা। জাতীয় স্তরের স্টুডেন্ট অলিম্পিকে ভাল পারফর্ম করার সুবাদে আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিকে ডাক পাবার সম্ভাবনা ছিল বনীপ ও ইউসুফের। অবশেষে মঙ্গলবার রাতে ভারতীয় স্টুডেন্ট অলিম্পিক সংস্থার সচিব প্রদীপ ভরদ্বাজের ফোন আসে দুজনের কাছে। সচিব বনীপ ও ইউসুফকে জানান, দুজনই আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিকে ডাক পেয়েছেন।ইউসুফ জানান, আন্তর্জাতিক আসরে অংশ নেবার জন্য ৮ জুন শিলচর থেকে চেন্নাইয়ের বিমান ধরবেন তিনি ও বনীপ। এরপর ৯ জুন চেন্নাই থেকে মালয়েশিয়ার বিমান। আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিকে ভারত থেকে মোট ২৭জন অংশ নেবেন। এরমধ্যে অসম থেকে শুধু বনীপ ও ইউসুফ আসরে নামবেন।