অনলাইন ডেস্ক : অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন শিলচরের সৌমিত্র দাস। অসম থেকে মোট ৭ জন্য পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ জন। তাদের মধ্যে সৌ, মিত্র দাস ছাড়া বাকি ৩ জন হলেন অক্ষয়কুমার জৈন, অমিত কুমার ও জাহিদ খান। উল্লেখ্য, সৌমিত্র দাসের পিতা শ্যামল দাসও একজন জাতীয় কবাডি রেফারি।