অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে শান্তিপুর- বেলাকোনা পিএমজিএসওয়াই সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি বৃহত্তর বড়খলা ও কাটিগড়া এলাকাজুড়ে রয়েছে।বড়খলার ভাঙ্গারপার,শিমূলতলা,হারাংপার,হিয়ারাপার,বেলাকোনা, পুড়ানাকো,সাতাইশাল,নকিয়ারি,টেপাইরগ্রাম এলাকার মানুষ এই সড়ক দিয়ে সহজে কাটিগড়ার সঙ্গে যোগাযোগ করে থাকেন।এছাড়া কাটিগড়া কেন্দ্রের শান্তিপুর,ফুলবাড়ি,দুধপর,শ্রীপুর এলাকার মানুষ সহজে শান্তিপুর-বেলাকোনা সড়ক দিয়ে শিলচর শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন।প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর আমলে শান্তিপুর-বেলাকোনা সড়কটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্ভুক্ত হয়েছিল।সড়কটি নির্মাণের পর দীর্ঘ দুই দশক ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। এই মুহূর্তে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।এতে নিত্যদিনের পথচারীদের পায়ে হেঁটে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। উল্লেখ্য ,এই সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ চলাচল করে থাকেন।দীর্ঘদিন ধরে এলাকার ভুক্তভোগী মানুষ গুরুত্বপূর্ণ শান্তিপুর-বেলাকোনা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন।তারা বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন আসছিলেন।ইদানিং শান্তিপুর-বেলাকোনা পিএমজিএসওয়াই সড়ক সংস্কারের জন্য বিভাগীয় তরফে অর্থ বরাদ্দ হয়েছে।বিভাগীয় এক সূত্রে জানা গেছে,কাজের জন্য ঠিকাদারও বাছাই করা হয়ে গেছে।কিন্ত বরাতপ্রাপ্ত ঠিকাদার রহস্যজনক ভাবে কাজ শুরু করছেন না।তারা শীঘ্রই কাজ শুরু করার দাবি জানিয়েছেন।এ ব্যাপারে তারা বড়খলা-কাটিগড়া টেরিটরিয়াল রোড ডিভিশনের এসডিও সুজিত বৈষ্ণবের হস্তক্ষেপ কামনা করেছেন।কারণ এখন কাজ করার উপযুক্ত সময়। ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার সময় এসে যাচ্ছে। এখনও যদি সড়ক সংস্কারের কাজ শুরু না হয়,বর্ষা মরসুমে সড়ক দিয়ে চলাচল করা মুশকিল হবে। পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হবে। এই অবস্থায় শীঘ্র কাজ শুরু না হলে এলাকার জনগণ বৃহত্তর গণ আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।