অনলাইন ডেস্ক : উধারবন্দ থানার অন্তর্গত মধুরার জিপি রোডে অবৈধ গেট তৈরি করে চালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হল উধারবন্দে । বৃহস্পতিবার লরি চালক ও মালিকদের তরফে নগর সুখাছড়ার বাসিন্দা সেউ নুনিয়ার ছেলে মেঘা নুনিয়া , বারীন্দ্র মালাকারের ছেলে বকুল মালাকার, সাহাদুল ঘাটোয়ারের ছেলে সঞ্জিত ঘাটোয়ার, বকুল মালাকারের ছেলে সমর মালাকারের বিরুদ্ধে উধারবন্দ থানায় মামলা দায়ের করা হয় । পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইসলাম উদ্দিন, জলাল উদ্দিন, সায়াদ উদ্দিনরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা নগরের জিপি রোডে দুইটি গেট তৈরি করে চালকদের থেকে অবৈধভাবে চাপ দিয়ে অর্থ আদায় করে থাকে । ছোট গাড়ি থেকে দুইশত এবং বড় গাড়ি থেকে চারশত টাকা করে আদায় করে থাকে তারা । দাবি মতো অর্থ না দিলে গাড়ি আটকে রেখে দেয় তারা । বাধ্য হয়ে দুই অবৈধ গেটে অর্থ দিয়ে আসতে হয় লরি চালকদের । এদিন তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্পূর্ণ বৈধভাবে চালান দিয়ে পাথর আনা হলেও দুইটি গেইটে অতিরিক্ত অর্থ দিতে হয় তাদের । এনিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি । তাই বাধ্য হয়ে আইনের দারস্থ হতে হয়েছে তাদের । বিষয়টি তদন্ত করে অবৈধ অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহন করতে প্রশাসনকর্তাদের প্রতি আর্জি জানান তারা । ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।